ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাজেট পাসের আগেই বাড়তি শুল্ক, বিটিআরসি’র চিঠি মোবাইল অপারেটরদের

সম্প্রতি বাজেট পাস হওয়ার আগেই কেন মোবাইলের কথা বলা এবং ইন্টারনেটে বাড়তি শুল্ক আরোপ করা হলো, তা জানতে চেয়ে মোবাইল অপারেটরদের ই-মেইল বার্তা পাঠিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সংস্থাটি অপারেটরদের উদ্দেশ্যে জানিয়েছে, বাজেটে যে সম্পূরক শুল্ক বাড়ানোর কথা বলা হয়েছে, তা এরই মধ্যে আরোপ করা শুরু করেছে অপারেটরেরা। কিন্তু এই ব্যাপারটি ইতোমধ্যেই বিটিআরসির নজরে এসেছে। এটা প্রমাণিত হলে নজিরবিহীন কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

কঠোর শাস্তি  হিসেবে বিটিআরসি উল্লেখ করেছে, যেখানে সব ধরনের অনাপত্তিপত্র (এনওসি) দেয়া বন্ধ করে দেয়াসহ সব সেবা এবং ট্যারিফ অনুমোদন বন্ধ করে দেয়া হবে বলে জানান।

জানা গেছে, বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক মোহাম্মদ ফারহান আলম গতকাল শনিবার অপারেটরগুলোকে এ ই-মেইল পাঠিয়েছেন।

এই ব্যাপারে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ-এমটব এর মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এস এম ফরহাদবলেন, অপারেটররা সরকারের নির্দেশনা মেনেই কাজ করেছে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন