আত্মহত্যা করেছেন বলিউডের নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। আজ রোববার মুম্বাইয়ের বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়িতে থাকা কাগজপত্র থেকে জানা গেছে, কয়েকদিন ধরেই ডিপ্রেশনে ভুগছিলেন তিনি।
৩৪ বছর বয়সী সুশান্ত আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে সুশান্ত সিং রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তার লাশ উদ্ধার করা হয়। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি।
তার এই আকষ্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউড পাড়ায়। বলিউডের অনেক অভিনেতা অভিনেত্রীই শোক প্রকাশ করেছেন সুশান্তের অকালে চলে যাওয়ার সংবাদ শুনে।
সুশান্ত সিং রাজপুত ১৯৮৬ সালের ২১ জানুয়ারি পটনায় জন্মগ্রহণ করেন। পরবর্তীতে দিল্লিতে চলে আসে তাঁর পরিবার। সেখানে দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সময় থিয়েটারের দিকে ঝোঁকেন তিনি। শিখতে শুরু করেন নাচও। অভিনয়ের ঝোঁকের কারণে শেষ করতে পারেননি পড়াশুনা। টেলিভিশন নাটক দিয়ে শুরু হয় তারা বিনোদন জগতের যাত্রা। সেখান থেকে একসময় চলচ্চিত্রে পা রাখেন অল্প সময়ে জনপ্রিয়তার তুঙ্গে ওঠা এই অভিনেতা।
আনন্দবাজার/টি এস পি