ঢাকা | শনিবার
১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

২৪ ঘণ্টার মধ্যে ওয়েব সিরিজের আপত্তিকর দৃশ্য সরাতে নোটিশ

সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠিয়ে বলা হয়েছে যে, ২৪ ঘণ্টার মধ্যে অনলাইন প্ল্যাটফর্মে থাকা সিনেমা এবং ওয়েব সিরিজের আপত্তিকর দৃশ্য সরিয়ে ফেলার।

এই নোটিশ তথ্য মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, বিটিআরসির চেয়ারম্যান ও পরিচালক, পুলিশের আইজি এবং সিআইডির সাইবার পুলিশ ব্যুরোর অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ডিআইজির ইমেইলে পাঠানো হয়।

রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ এ নোটিশ পাঠিয়েছেন।

এ নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সিনেমা-ওয়েব সিরিজের আপত্তিকর ভিডিও বন্ধ করতে এবং তা সরিয়ে ফেলতে বলা হয়েছে।

একই সঙ্গে ওয়েববেসড সম্প্রচার নিয়ন্ত্রণে কেন পৃথক একটি নীতিমালা তৈরি করা হবে না, তা আগামী ৭ দিনের মধ্যে নোটিশ গ্রহীতাদের জানাতে বলা হয়েছে। তা নাহলে এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হবে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন