ঢাকা | বুধবার
১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

১ লাখ ৭০ হাজার চীনা অ্যাকাউন্ট বাতিল করল টুইটার

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ২ লাখ অ্যাকাউন্ট বাতিল করেছে। শুধুমাত্র চীনের পক্ষ নিয়ে ভুল ও অসত্য তথ্য প্রদানের অভিযোগে ১ লাখ ৭০ হাজার অ্যাকাউন্ট বাতিল করেছে টুইটার। বিবিসি সূত্রে জানা গেছে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, বাতিলকৃত প্রায় ২৩ হাজার অ্যাকাউন্ট ছিল খুবই সক্রিয়। বাকি ১ লাখ ৫০ হাজার অ্যাম্প্লিফায়ার অ্যাকাউন্ট। এছাড়া রাশিয়ার হয়ে প্রচার চালানো ১ হাজারের বেশি অ্যাকাউন্টও ডিলিট করার কথা জানিয়েছে সংস্থাটি।
টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে, চীনপন্থি অ্যাকাউন্টগুলো থেকে চীনের রাষ্ট্রীয় নীতির সমর্থনে প্রচারণামূলক পোস্ট করা হতো। এর আগে কতগুলো ফেসবুক আইডি ও ইউটিউবগুলো থেকে হংকংয়ের পরিস্থিতি নিয়ে চীনের পক্ষ থেকে প্রচারণা চালানো হতো।

টুইটারের নিজস্ব ব্লগে বলা হয়েছে, আমাদের নেটওয়ার্ক নতুন হলেও এতে যথেষ্ট প্রযুক্তি ব্যবহার রয়েছে। তাই যেসকল অ্যাকাউন্ট বিভিন্ন কৌশল অবলম্বন করে চীনা ভাষায় অসত্য তথ্য দিয়েছে সেগুলোকে আমরা বাতিল করেছি।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন