১০ দিন আগে প্রানঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলাতা হ্যায়’র অভিনেত্রী মোহেনা কুমারী। হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে মোহেনা সুস্থ না হয়েই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
জানা যায়, এখন তিনি বাড়িতেই আইসোলেশনের থাকছেন। সাবাধানে থাকছেন, যাতে অন্য কারো সংস্পর্শে না আসেন।
মোহেনা বলেন, এখনো তার করোনার রিপোর্ট নেগেটিভ আসেনি। তিনি পজিটিভ থাকাকালীনই বাড়িতে ফিরেছেন। কিন্তু তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।
শুধু মোহেনা কুমারীই নয় তার স্বামী সুরেশ রাওয়াতেরও করোনা পজেটিভ। এছাড়াও মোহেনার শাশুড়ি, ননদসহ পরিবারের মোট ছয়জন একসঙ্গে আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে৷
মোহেনা কুমারী আশা করেন, শিগিগরই এই রোগের কবল থেকে তারা মুক্ত হতে পারবেন।
আনন্দবাজার/এস.কে