ঢাকা | বুধবার
১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে একদিনে আক্রান্ত ১২ হাজার

প্রানঘাতী করোনা ভাইরাস ভারতে প্রতিদিনই আগের দিনের সংক্রমণের রেকর্ড ভেঙে চলেছে। দিন দিন বেড়েই চলেছে সংক্রমণের হার। রবিবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনায় ১১ হাজার ৯২৯ জন আক্রান্ত হয়েছেন। এটি এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

এ নিয়ে মোট ৩ লাখ ২০ হাজার ৯২২ জন করোনায় আক্রান্ত হয়েছে ভারতে। দেশটি এখন সর্বোচ্চ আক্রান্তের দিক থেকে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে। বিশ্ব তালিকায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়ার পরই ভারত।

ভারতীয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১১ জন। এ নিয়ে মোট ৯ হাজার ১৯৫ জন মারা গেলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে বিপর্যস্ত পাঁচ রাজ্য মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, তামিলনাড়ু ও উত্তরপ্রদেশ। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই মৃতের সংখ্যা ৩ হাজার ৮৩০। মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গুজরাটে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৪৪৮ জন। দিল্লিতে মৃতের সংখ্যা ১ হাজার ২৭১।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন