ঢাকা | বুধবার
১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ফ্রান্সের পরমাণু সাবমেরিনে অগ্নিকাণ্ড

সম্প্রতি ভূমধ্যসাগরের তুলোন বন্দরে অবস্থিত ফ্রান্সের একটি পরমাণু শক্তিচালিত সাবমেরিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই বন্দরটি হচ্ছে ফ্রান্সের নৌ বাহিনীর জন্য সবচেয়ে বড় ঘাঁটি।

তবে বর্তমানে স্থানীয় কর্তৃপক্ষের দাবি, সাবমরিনের আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভানোর জন্য কয়েক ডজন দমকল কর্মী কাজ করেছে এবং আগুন নেভানোর জন্য মারসেলি থেকে একটি জাহাজও মোতায়েন করা হয়। সাবমেরিনটি মেরামতের জন্য বন্দরে নোঙ্গর করা ছিল।

ভূমধ্যসাগরে অবস্থিত নৌঘাঁটির একজন মুখপাত্র জানিয়েছেন, ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং আগুন আর ছড়িয়ে পড়ছে না তবে এখনো পরিপূর্ণভাবে নিভে যায় নি।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন