বিয়ের আগে প্লাস্টিক সার্জারি করে নিজের বয়স গোপন করেছেন ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প। নিজের নতুন একটি বইয়ে এমনটি দাবি করেছেন ওয়াশিংটন পোস্টের সাংবাদিক ম্যারি জর্ডান। বইটি প্রকাশিত হবে আগামী সপ্তাহে।
বই প্রকাশের আগে বইয়ের কিছু চৌম্বক অংশ নিয়ে একটি পোস্ট লিখেছেন জর্ডান। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউজে যেতে বেশ সময় নিয়েছিলেন। কেন তিনি দেরি করে হোয়াইট হাউজে যান, সেটিও বইয়ে লিখেছেন জর্ডান।
জর্ডানের দাবি, বিয়ের আগে ট্রাম্পের সঙ্গে মেলানিয়ার যে চুক্তি হয়েছিল সেটি পাকাপাকি না হওয়া পর্যন্ত তিনি হোয়াইট হাউজে যেতে চাননি। জর্ডান লিখেছেন, মেলানিয়া তার সংসারের একমাত্র সন্তান ব্যারনের ভবিষ্যৎ নিশ্চিত করতে বিবাহ-পূর্ববর্তী অর্থনৈতিক চুক্তি শেষ করার তাগিদ দেন।
ম্যারি জর্ডানের লেখা বইটির নাম ‘দ্য আর্ট অব হার ডিল: দ্য আনটোল্ড স্টোরি অব মেলানিয়া ট্রাম্প’। এতে শতাধিক মানুষের সাক্ষাৎকার নেয়া হয়েছে।
আনন্দবাজার/টি এস পি