বেশ কয়েক দফায় দাম কমে রাজধানীর বিভিন্ন বাজারে আমদানি করা প্রতি কেজি পেঁয়াজের দাম নেমেছে ২৫ টাকায়। তবে কিছুটা বেড়ে আবারো ৫০ টাকা কেজি ছুঁয়েছে দেশি পেঁয়াজ।
খুচরা ব্যবসায়ীদের মতে, রমজান মাসে পেঁয়াজের দাম কয়েক দফা বেড়েছিল। তবে ঈদের পর থেকে পেঁয়াজের দাম কমতে শুরু করে। কিন্তু গত দু’দিনে দেশি পেঁয়াজের দাম কিছুটা বাড়লেও আমদানি করা পেঁয়াজের দাম আগের চেয়ে কমেছে।
শনিবার (১৩ জুন) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি দেশি পেঁয়াজের বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়, যা বৃহস্পতিবার (১১ জুন) ছিল ৪০ থেকে ৪৫ টাকা ছিল। এদিকে আমদানি করা পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩৫ টাকা, যা বৃহস্পতিবারেও ছিল ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হয়েছিল।
আমদানি করা পেঁয়াজের দাম কমার বিষয়টি উঠে এসেছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এর এক প্রতিবেদনে। টিসিবি জানিয়েছে, এক সপ্তাহে আমদানি করা পেঁয়াজের দাম ১৪ দশমিক ২৯ শতাংশ কমে ২৫ থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজারে। তবে দেশি পেঁয়াজের কেজি আগের মতোই ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।
আনন্দবাজার/তা.তা