সম্প্রতি মিডিয়ায় আর কাজ করবেন না বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল সুজানা জাফর। জানা গেছে, ৩ বছর আগে তিনি বুটিক্স ব্যবসা শুরু করেন। এবং পাশাপাশি আশ্রম এবং অসহায় মানুষদের জন্য কাজ শুরু করেন। তখন থেকেই তিনি আস্তে আস্তে মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নেন।
এছাড়া তিনি ২০১৮ সালের নভেম্বরে ওমরাহ্ হজ পালন করেন। এর পরই মিডিয়া থেকে মন আরও সরে যায় তার। তাই তিনি এমন সিদ্ধান্ত নেন।
এই ব্যাপারে তিনি বলেন, ছোটবেলা থেকেই নামাজ আদায় এবং কোরআন পড়তাম। তবে এটা হয়তো অনেকের অজানা ছিল। করোনা মহামারিতে গেল তিনমাসে হোম কোয়ারেন্টাইনে থেকে আমি কোরআন, হাদিস থেকে অনেক বেশি জ্ঞান নিয়েছি এবং অনেক কিছু শিখেছি। সেসব জ্ঞান থেকে আমার মনে হয়েছে মিডিয়াতে আমার কাজ করা ঠিক না এবং মন থেকে এখন কাজের উদ্দীপনাও আসছে না।
তিনি আরও বলেন, গেল ৩ মাসে কোরআন, হাদিস থেকে যা শিখেছি সেখান থেকে আমি বেশি শান্তি পেয়েছি, যা আগে কখনই পাইনি। মিডিয়া ছাড়ার জন্য কেউ আমাকে বাধ্য করেনি। আমার মন থেকে মিডিয়ায় কাজের ইচ্ছে নষ্ট হয়ে গেছে। তাই আমি মিডিয়াতে আর কাজ করবো না।
আনন্দবাজার/এইচ এস কে