ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পরিচালনায় আসছেন আরিফিন শুভ

নির্মাতা হতে যাচ্ছেন চিত্রনায়ক আরিফিন শুভ। আসছে কোরবানির ঈদকে সামনে রেখে একটি তথ্যচিত্র তৈরি করতে যাচ্ছেন তিনি। যেখানে তিনি নিজেই অভিনেতা এবং পরিচালক।

জানা যায়, তথ্যচিত্রটির বিষয়বস্তু একটি চলচিত্র। যেখানে সম্প্রতি শেষ করা ‘মিশন এক্সট্রিম’ নিয়ে শুভর পরিশ্রম ও সংগ্রাম উঠে আসবে।

এ প্রসঙ্গে শুভ বলেন, ছবিটির জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। দুই বছর অন্য কোনও ছবি হাতে নিইনি। শুটিংয়ের আগে প্রস্তুতি নিয়েছি দীর্ঘ ৯ মাস। ৯৪ থেকে সোজা ৮২ কেজিতে এসেছি। খালি চোখে দর্শক হয়তো ওজন কমানোটাই দেখবেন, কিন্তু এর পেছনে খাদ্যাভ্যাস, ঘুমের সময় পরিবর্তন, ইনজুরিতে পড়া, হতাশাগ্রস্ত হওয়া, এসব কারো চোখেই পড়বে না। সে জন্যই এ তথ্যচিত্রটি তৈরি করলাম।

জানা যায়, ইতোমধ্যে শেষ হয়েছে সম্পাদনা। আসছে কোরবানির ঈদে এটি অবমুক্ত হবে শুভর ইউটিউব চ্যানেলে। শুভ জানান, চলছে তার গানের প্রস্তুতিও। দ্বিতীয় গানে তার সঙ্গে থাকছেন কলকাতার তারকা। সব কাজ গুছিয়ে শিগগিরই এটিও প্রকাশ করবেন।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন