ঢাকা | রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে একযোগে চায়ের বিশেষ নিলাম আয়োজন

চলমান বৈশ্বিক মহামারীতে অন্যান্য অনেক খাতের মতো বড় ধাক্কা খেয়েছে ভারতের চা শিল্পও। টানা লকডাউনে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে দাঁড়িয়ে সংকট উত্তরণে নানা ধরনের উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্টরা। এর মধ্যেই উদযাপন হয়েছে ইন্টারন্যাশনাল টি ডে। লকডাউনের ফলে সেদিন ভারতের চা বিপণন কেন্দ্রগুলোয় বিশেষ একটি নিলাম আয়োজনের কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়। এবার সেই নিলাম আয়োজনের নতুন তারিখ ঘোষণা করেছে টি বোর্ড অব ইন্ডিয়া। খবর বিজনেস লাইন ও ইকোনমিক টাইমস।

গত ২১ মে ছিল ইন্টারন্যাশনাল টি ডে। লকডাউনের ফলে প্রস্তুতি থাকা সত্ত্বেও সেদিন বিশেষ নিলাম আয়োজন থেকে সরে আসে টি বোর্ড অব ইন্ডিয়া। এখন প্রতিষ্ঠানটি বলছে, ২২ জুন সাময়িক স্থগিত হয়ে যাওয়া চায়ের সেই বিশেষ নিলাম অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৮টা থেকে চলবে নিলাম প্রক্রিয়া। পশ্চিমবঙ্গের কলকাতা, আসামের গুয়াহাটি, কেরালার কোচি, তামিলনাড়ুর কনোড়ের নিলামঘরে একসাথে এ বিশেষ নিলাম কার্যক্রম পরিচালিত হবে। এরই মধ্যে ভারতের চা খাতের অন্তত ২৮৬ প্রতিষ্ঠান বিশেষ এ নিলামে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছে।

আনন্দবাজার/এফআইব

সংবাদটি শেয়ার করুন