পেরুতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কমপক্ষে ১৭০ পুলিশ কর্মকর্তা। এদিকে দক্ষিণ আমেরিকার দেশটিতে মহামারি কোভিড-১৯ ভাইরাস মোকাবেলায় লকডাউন আরোপ করেছে। গত বৃহস্পতিবার (৯ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানিয়েছেন। এএফপি সূত্রে জানা গেছে।
দেশটিতে প্রায় ১০ হাজার পুলিশ কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদিকে পেরুর ১২ সপ্তাহের লকডাউন চলাকালে তারা সামাজিক দূরত্ব বজায় রাখার পদক্ষেপ পালন আরও জোরদার করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল গ্যাস্টন রদ্রিগুয়েজ গণমাধ্যম কর্মীদের জানান, কোভিড-১৯ এ আমাদের ৯ হাজার ৯০০ পুলিশ সদস্য আক্রান্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ১৭০ জন।
তিনি আরও বলেন, বয়স ও স্বাস্থ্যজনিত কারণে ঝুঁকির মুখে থাকা আরও প্রায় ৪ হাজার পুলিশ সদস্যকে বাধ্যতামূলকভাবে আইসোলেশনে রাখা হয়েছে।
ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে পেরু করোনাভাইরাসে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ। সেখানে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ৮ হাজার এবং মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ছাড়িয়েছে।
আনন্দবাজার/তা.তা