করোনাভাইরাসের প্রাদুর্ভাবের খবর ফাঁস করেছিলেন চীনের চিকিৎসক লি ওয়েনলিয়াং। পরবর্তীতে প্রাণঘাতী করোনাতে আক্রান্ত হয়েই মারা যান তিনি। মারা যাওয়ার প্রায় চার মাস পর জন্ম নিয়েছে ওয়েনলিয়াং এর ছেলে সন্তান।
মৃত ডা. লি ওয়েনলিয়াং’র স্ত্রী ফু জুয়েজি সামাজিক যোগাযোগমাধ্যম পুত্র সন্তানের ছবি পোস্ট করে লিখেছেন, প্রিয় স্বামী তুমি কি স্বর্গ থেকে দেখতে পাচ্ছো? তুমি আমাকে একটি শেষ উপহার দিয়েছো আজ। আমি অবশ্যই তাদের ভালোবাসবো এবং রক্ষা করবো।
গত ৩০শে ডিসেম্বর ডা. লি ওয়েনলিয়াং সহকর্মীদের কাছে করোনা নিয়ে একটি সতর্ক বার্তা পাঠিয়েছিলেন। পুলিশ তখন তাকে মিথ্যা মন্তব্যের অভিযোগে গ্রেফতার করে। লি ওয়েনলিয়াং উহান সেন্ট্রাল হাসপাতালে কাজ করার সময় ভাইরাসে আক্রান্ত হন। গত ফেব্রুয়ারি মাসে করোনায় আক্রান্ত হয়ে মারা যান তিনি।
লি ওয়েনলিয়াংয়ের মৃত্যু পর দেশটিতে জনরোষ ও ক্ষোভের সৃষ্টি হয়। চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় উঠে। পরে অবশ্য চীন সরকারের পক্ষ থেকে ডা. লিকে বীরের সম্মাননা দেয়া হয়।
ডা. লি এবং তার স্ত্রী ফু এর ঘরে এখন দুটি সন্তান রয়েছে।
আনন্দবাজার/ডব্লিউ এস