ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা করোনায় আক্রান্ত

করোনায় আক্রান্ত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির স্ত্রী দেশটির ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কি। শুক্রবার তার করোনা পরীক্ষার ফল আসলে তার করোনা পজিটিভ জানা যায় বলে প্রেসিডেন্টের দপ্তর থেকে বলা হয়েছে।

ওলেনা জেলেনস্কির করোনা ধরা পড়লেও প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও তার দুই সন্তানের করোনা নেগেটিভ এসেছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফার্স্ট লেডি ওলেনা লিখেছেন, আজ আমি করোনা পরীক্ষার পজিটিভ রিপোর্ট পেয়েছি। অপ্রত্যাশিত খবর। বিশেষ করে আমি, আমার পরিবার প্রতিনিয়ত মাস্ক, গ্লোভস ও দূরত্ব মেনে চলেছি তারপরও আমার রিপোর্ট পজিটিভ এসেছে।

ওলেনা আরও জানিয়েছেন, বর্তমানে তিনি ভালো আছেন। তিনি বাসাতেই স্বামী, সন্তান থেকে আলাদা আইসোলেশনে আছেন।

ইউক্রেনে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৫০৬ জন। এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৮০ জন। আর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৩ হাজার ৯৭৬ জন।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন