বিশ্ব জুড়ে মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ৭৯ দিন বন্ধ থাকার পর শর্ত সাপেক্ষে শুরু হয়েছে দেশের একমাত্র চুর্তদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানী-রপ্তানী কার্যক্রম।
আজ শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ৮টায় আমদানি-রফতানি চালু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে বিলম্বিত হয়ে বেলা সাড়ে ১১ টায় ভারত থেকে পাথর বোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়।
এদিকে জিরো পয়েন্টে হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে মাপা হচ্ছে ভারতীয় ট্রাক চালকদের শরীরের তাপমাত্রা। প্রতিটি ট্রাককে জীবানুনাশক স্প্রে করে বন্দরে প্রবেশ করতে দেয়া হচ্ছে । প্রতিদিন এই বন্দরে ভারত-নেপাল ও ভুটানের একশত ট্রাক প্রবেশ করবে।
বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়,জেলা প্রশাসনের ১২ টি শর্ত সাপেক্ষে বন্দরে আমদানী-রপ্তানী কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে আমদানি-রফতানি কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে এ আমদানি-রফতানি কার্যক্রম কতদিন চলমান থাকবে নাকি কোন সমস্যা পরিলক্ষিত হলে বন্ধ করে দেয়া হবে বন্দরের কার্যক্রম এ বিষয়ে কোন কথা বলেন নি তারা।
আনন্দবাজার/এফআইবি