ঢাকা | রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

রেলপথে কাঁচামাল আমদানি, বেড়েছে রাজস্ব আয়

করোনাভাইরাসের কারণে দীর্ঘ আড়াই মাস ধরে বন্ধ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের আমদানি-রফতানি। ফলে বিকল্প মাধ্যম হিসেবে রেলপথ বাণিজ্যে ঝুঁকেছেন ব্যবসায়ীরা। এতে বেড়েছে সরকারের রাজস্ব আয়।

জানা যায়, গত ১২ দিনে ভারত থেকে বেনাপোল রেলপথ দিয়ে মোট ২৭ লাখ পাঁচ হাজার ৯০৬ ডলার মূল্যের ২০ হাজার মেট্রিক টন খাদ্যদ্রব্য আমদানি হয়েছে। যা থেকে সরকারের রাজস্ব আয়ের পাশাপাশি রেল বিভাগেও রাজস্ব এসেছে ৬৬ লাখ ৩৩ হাজার ৫০৭ টাকা।

কাঁচামাল আমদানিকারকের প্রতনিধি বাদশা বলেন, এসব পণ্য করোনা ভাইরাসের কারণে লকডাউনে ভারতে আটকা পড়েছিল। এতে আমদানিকারকদের কোটি টাকার লোকসন হয়। পরে তারা কাস্টমসের পরামর্শে আবেদন জানালে রেলপথে আমদানিতে অনুমতি দেওয়া হয়।

বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা নঈম মীরন বলেন, র্বতমানে করোনা ভাইরাসের কারণে স্থলপথে খাদ্যদ্রব্য জাতীয় কাঁচামাল আমদানি বন্ধ আছ। বিশেষ অনুমতিতে রেলপথে এখন এসব কাঁচামাল আমদানি শুরু হয়েছে। ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস করতে পারেন সে জন্য কাস্টমস কর্তৃপক্ষ আন্তরিক হয়ে পণ্য খালাসে কাজ করছেন।

বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, এর আগে রেল পথে কাঁচামাল আমদানি হতো না। এখন রেলপথে এসব পণ্যের আমদানি শুরু হওয়ায় রেলের রাজস্ব আহরণ বেড়েছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন