ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জেনে নিন মশা তাড়ানোর ঘরোয়া তিন উপায়

গরমের সঙ্গে সঙ্গে বাড়ছে মশার উপদ্রপ। মশার কামড়ে শরীরে বাসা বাঁধে নানা রকম রোগব্যাধি। মশা তাড়ানোর জন্য বাজারে নানা ধরনের উপকরণ পাওয়া যায়। তবে সেগুলো যেমন বেশি কার্যকর নয়, তেমনি স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। তাই মশা তাড়াতে আপনি কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে পারেন। তো চলুন জেনে নেই ঘরোয়া উপায়ে মশা তাড়ানোর তিনটি সহজ ও কার্যকরী উপায় :

– নারিকেল তেল, লবঙ্গের তেল, পিপারমেন্ট তেল এবং নীলগিরি তেল সমান মাত্রায় নিয়ে মেশান। এই মিশ্রণ একটা বোতলে ঢেলে নিন। রাতে শোয়ার আগে এই তেল গায়ে মেখে নিন। দেখবেন, একটা মশাও আপনার ধারে কাছে আসবে না।

– শোয়ার সময় অথবা লেখাপড়ার করার সময় একটু দূরে নিমের তেল দিয়ে প্রদীপ জ্বালান। যদি মশার উপদ্রব খুব বেশি হয়, তাহলে সেই তেলে একটু কর্পূর মিশিয়ে নিন। এতে করে মশা আপনার ধারে কাছে আসবে না, এতে করে লেখাপড়া কিংবা আরামে ঘুমাতেও সমস্যা হবে না।

– নিমের তেল, কর্পূর এবং তেজপাতা নিন। সবার আগে নিমের তেলের সঙ্গে কর্পূর মিশিয়ে একটি স্প্রে বোতলে ঢেলে নিন। এবার তেজপাতার ওপর সেই মিশ্রিত তেল স্প্রে করুন। তারপর তেজপাতাটা পুড়িয়ে দিন। যদি বাড়িতে কোনো স্প্রে বোতল না থাকে তাহলে হাত দিয়ে তেজপাতার ওপর তেল ভালো করে লাগিয়ে নিন। তেজপাতার ধোঁয়ায় মশা এক মুহূর্তে ঘর ছেড়ে পালাবে এবং তেজপাতার ধোঁয়া শরীরের জন্য ক্ষতিকারকও নয়।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন