ঢাকা | রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মোনালী ঠাকুরের বিয়ে হয়েছে আরও তিন বছর আগে

কিছুদিন আগ পর্যন্তও সবাই জানতেন ভারতীয় জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী মোনালী ঠাকুর অবিবাহিত। কিন্তু প্রায় সবারই জানা ছিলো মোনালী প্রেম করছেন। অবিবাহিত সেই মোনালীই ভারতে লকডাউন চলাকালীন জানান, তার বিয়ে হয়ে গেছে আরও তিন বছর আগেই।

সুইজারল্যান্ডবাসী ব্যবসায়ী মাইক রিচটারকে গোপনেই বিয়ে করেছেন। তার হোটেলের ব্যবসা আছে। কেন বিয়ের খবরটা চেপে রেখেছিলেন? আনুষ্ঠানিক বিয়ে হয়নি। তাই তিনি কাউকে জানাতে চাননি। এ প্রশ্নের উত্তরও দিয়েছেন।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মোনালী বলেন, তার বিয়ের খবরটা শুনে ইন্ডাস্ট্রির বন্ধুরা তো চমকে যাবেনই। কারণ কাউকেই নেমন্তন্ন করা হয়ে ওঠেনি। বারবার ভেবেছিলাম একটা অনুষ্ঠান করবেন। কিন্তু হবে, হবে করে হয়নি। এভাবেই কেটে গেছে তিন-তিনটে বছর!

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন