ঢাকা | রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

এবারের বাজেট বিনিয়োগকারীদের অনুকূলে বলছে ডিএসই

প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেট অভূতপূর্ব, ব্যবসাবান্ধব ও সাধারণ বিনিয়োগকারীদের অনুকূলে রয়েছে বলে মনে করছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। একারণে অর্থমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সংস্থাটি।
ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিনিয়োগকারীদের প্রত্যাশা অনুযায়ী ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের শেয়ারবাজারের জন্য একগুচ্ছ প্রণোদনা প্রদান করেছে। এর মাধ্যমে বিনিয়োগকারীদের প্রত্যাশার সাথে প্রাপ্তির সমন্বয় হয়। এজন্য ডিএসই অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে।

পুঁজিবাজারের উন্নয়ন এবং বিনিয়োগকারীদের স্বার্থে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বন্ড মার্কেটকে শক্তিশালী করে তোলার মাধ্যমে শিল্পায়নের জন্য ব্যাংক নির্ভরতা কমানো, বাজেটে অপ্রর্দশিত টাকা পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগসহ বিভিন্ন প্রকার প্রণোদনার জন্য ডিএসই বিশেষভাবে অভিনন্দন জানিয়েছে। আর সরকারের ইতিবাচক মনোভাবের কারণে ক্রমবিকাশমান পুঁজিবাজার আরো গতিশীল হবে বলে আশা প্রকাশ করছে ডিএসই।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন