ঢাকা | শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশ বিভাগ সংস্কারে ট্রাম্পের সম্মতি

জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় গোটা যুক্তরাষ্ট্রে আগুন জ্বলে উঠেছে। চারিদিকে চলছে বিক্ষোভ। পুলিশ বিভাগের সংস্কারের দাবি উঠছে বিভিন্ন জায়গা থেকে। বিক্ষোভের পর এতদিনে সেই দাবিকে স্বীকৃতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পুলিশ বিভাগের সংস্কারের জন্য প্রাথমিক খসড়া দিলেন। যদিও ট্রাম্পের প্রস্তাবে বিক্ষোভকারীরা আদৌ খুশি হবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

গত বৃহস্পতিবার (১১ জুন) টেক্সাসের এক চার্চের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ট্রাম্প। সেখানেই তিনি বলেন, পুলিশ বিভাগের সংস্কারে আরও অর্থ খরচ করা হবে। পুলিশকে আরও আধুনিক ভাবে গড়ে তোলা হবে। সমাজের সমস্ত শ্রেণির সাথে পুলিশের সম্পর্ক যেন ভালো হয়, সেদিকটায় নজর দেওয়া হবে। ডয়চে ভেলের সূত্রে জানা গেছে।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন