উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও শিলাবৃষ্টিতে দেশের প্রায় ১৩ জেলায় আম, লিচু ও বোরো ধানসহ বিভিন্ন ফসলের ১১ হাজার ৫৫০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ১১ হাজার ২৫৮ হেক্টরের ফসলি জমি, আর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত পরিমাণ ২৫ হেক্টর ফসলি জমি। এতে ক্ষতি হয়েছে ৩ হাজার ৮০১ মেট্রিক টন ফসলের। আম্পানের পরেও নতুন করে কৃষকের ক্ষতি হয়েছে প্রায় ১০ কোটি টাকার ফসল।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, সম্প্রতি দেশের প্রায় ১৩ জেলায় ঝড়বৃষ্টি, অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও তিস্তার পানি বৃদ্ধির প্রভাব পড়ছে। জেলাগুলোতে বোরো, আউশ, আউশের বীজতলা, বোনা আমন, পাট, ভুট্টা, সবজি, মরিচ, চীনবাদাম, কলা, আম বাগান ও লিচু বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ওই ১৩ জেলায় প্রায় ৪ হাজার ৩৬৭ হেক্টর জমির বোরো ধান ক্ষতির সম্মুখীন হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪ হাজার ৩৫৮ হেক্টর। উৎপাদনে ক্ষতির পরিমাণ ৩২৬ টন ও আর্থিক ক্ষতি ১ কোটি ১৭ লাখ টাকার উপরে। এ ১৩ জেলায় আমের ক্ষতি হয়েছে ১ হাজার ৯০০ টন। ক্ষতির পরিমাণ প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকা। আর এসব জেলায় ৪০ টন লিচুর ক্ষতি হয়েছে যার ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা।
আনন্দবাজার/তা.তা