প্রানঘাতী করোনা ভাইরাসের আক্রমনে টালমাটাল হয়ে পড়েছে ভারত। টানা ৯ দিন দেশটিতে ৯ হাজারের বেশি মানুষ শনাক্ত হওয়ার পর তা এখন ১০ হাজার ছাড়িয়েছে। শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানfয়, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৯৫৬ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এই সময়ে করোনায় রেকর্ড ৩৯৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৩০ জানুয়ারি দেশটিতে প্রথম করোনা রোগী শনাক্তের পর মোট আক্রান্ত হলো ২ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন। মারা গেছেন ৮ হাজার ৪৯৮ জন।
শুক্রবার পর্যন্ত ভারতে করোনা জয় করেছেন ১ লাখ ৪৭ হাজার ১৯৪ জন। এখনও চিকিৎসাধীন আছেন এক লাখ ৪১ হাজার ৮৪২ জন।
আনন্দবাজার/এস.কে