আসন্ন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তথ্যপ্রযুক্তি খাতে ১ হাজার ৪১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা চলতি অর্থবছরের তুলনায় ২২৩ কোটি টাকা বেশি।
গতকাল জাতীয় সংসদে ডিজিটাল পদ্ধতিতে ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তথ্যপ্রযুক্তি খাত নিয়ে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, একবিংশ শতাব্দীর তথ্যপ্রযুক্তিনির্ভর বৈশ্বিক উন্নয়নের ধারায় বাংলাদেশকে যুক্ত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত ‘রূপকল্প: ২০২১’ বাস্তবায়নে বিগত এক দশকে দারিদ্র্য বিমোচনসহ কৃষি, শিক্ষা, স্বাস্থ্যি এবং মানবসম্পদ উন্নয়নসহ নানা ক্ষেত্রে বাংলাদেশ এক অনুকরণীয় সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে।
অর্থমন্ত্রী বলেছেন, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ তথ্যপ্রযুক্তি ইন্ডাস্ট্রির জনবলের চাহিদার দিক বিবেচনা করে ২০২৩ সালের মাঝে ৪০ হাজার তরুণ-তরুণীকে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে বিভিন্ন প্রকল্প এবং কর্মসূচির আওতায় ১৮ হাজার তরুণ-তরুণীর প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ কর্তৃক নির্মাণাধীন পার্কসমূহ যথাযথভাবে বাস্তবায়িত হলে আগামী তিন বছরে ৫০ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এরই মধ্যে চালু হওয়া হাই-টেক পার্ক এবং সফটওয়্যার টেকনোলজি পার্কসমূহে ১৪ হাজার জনের কর্মসংস্থান হয়েছে।
আনন্দবাজার/এফআইবি