২০২০-২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কার এবং জীপের রেজিস্ট্রেশনসহ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিভিন্ন ফি’র ওপর সম্পূরক শুল্ক বৃদ্ধির প্রস্তাব দিয়েছে অর্থমন্ত্রী। এতদিন প্রাইভেট কার এবং জীপের নিবন্ধন, ট্যাক্স টোকেন, ফিটনেস ইস্যু ও নবায়নসহ বিভিন্ন ফি’র ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক আদায় করত সরকার। অর্থমন্ত্রী তা ১৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন।
গাড়ির ইঞ্জিন ক্যাপাসিটি (সিটি), ওজন এবং প্রয়োজনে আসন ক্ষমতার ভিত্তিতে প্রাইভেট কার ও জিপের নিবন্ধন ফি নির্ধারণ করা হয়। বর্তমানে দেশে নিবন্ধিত প্রাইভেটকার আছে ৩ লাখ ৬৮ হাজার ২৬৭টি। ২০১৯ সালে নিবন্ধিত হয়েছিল ১৬ হাজার ৭৮৩টি প্রাইভেট কার। অপরদিকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ২ হাজার ৭৫৭টি প্রাইভেট কারের নিবন্ধন হয়েছে।
আনন্দবাজার/এফআইবি