ঢাকা | মঙ্গলবার
১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

১২০০ বিক্রয়কেন্দ্র বন্ধ করার সিদ্ধান্ত ইন্ডিটেক্স

বিশ্বখ্যাত পোশাক ব্র্যান্ডের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান জারার মালিক ১ হাজার ২০০ বিক্রয় কেন্দ্র বন্ধ করার ঘোষনা দিয়েছেন। কভিড- ১৯ মহামারিতে অনলাইন বিক্রি বাড়ানোর প্রচেষ্টায় এ পদক্ষেপ গ্রহণ করছেন বলে জাানয়েছে গার্ডিয়ান।

জারা ব্র্যান্ডের মূল প্রতিষ্ঠান স্পেন ভিত্তিক ইন্ডিটেক্স এর বরাতে গার্ডিয়ানের খবরে জানানো হয়েছে ১ হাজার থেকে ১২’শ তুলনামূলক ছোট স্টোর বন্ধ করে দেবে। জারা ছাড়া অন্যান্য ব্র্যান্ডের পুরোনো দোকানগুলোতে লোকসান কেন্দ্রীভূত হচ্ছে বলেও খবরে জানানো হয়।

এশিয়া ও ইউরোপের বিক্রয়কেন্দ্রগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কর্মী সংখ্যা না কমানোর ইঙ্গিত দিয়ে ইন্ডিটেক্স জানান, কর্মরত কর্মীদের অনলাইন সম্পৃক্ত কাজ করার প্রস্তাব দিয়েছে।

ইন্ডিটেক্সের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিষ্ঠানটির মোট বিক্রয়কেন্দ্র সংখ্যা ৭ হাজার ৪১২ থেকে কমে ৬ হাজার ৭০০ থেকে ৬ হাজার ৯০০’র মধ্যে চলে আসবে। যারমধ্যে থাকবে নতুন চালু করা ৪৫০টি দোকান।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন