চলতি ২০১৯-২০ অর্থবছরে ১০টি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের পক্ষ থেকে সরকারি কোষাগারে ১৬ হাজার ৪৬ কোটি টাকা জমা দেয়া হয়েছে। এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।। তিনি আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এ তথ্য জানান।
বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেয়ার জন্য এ বছর ‘স্বায়ত্বশাসিত, আধা-স্বায়ত্বশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফিন্যান্সিয়াল করপোরেশসহ স্বাশাসিত সংস্থাসমূহের উদ্বৃত্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান আইন ২০২০’ প্রয়ণন করা হয়েছিল।
আনন্দবাজার/এফআইবি