২০২০-২০২১ অর্থবছরে করোনা মোকাবিলায় নমুনা পরীক্ষার কিট, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ও কভিড-১৯ নিরোধক ওষুধে আমদানি, উৎপাদন এবং ব্যবসায়ী পর্যায়ে মূসক অব্যাহতির প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় বাজেট প্রস্তাব উপস্থাপনকালে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বাজেট বক্তৃতায় তিনি জানান, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য দরকারি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই), সার্জিক্যাল মাস্ক এবং ফেস মাস্ক উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে মূসক অব্যাহতি দেওয়া হয়েছে। তাছাড়া কভিড-১৯ নিরোধক ওষুধের ক্ষেত্রেও উল্লিখিত তিন পর্যায়ে মূসক অব্যাহতির প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।
বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রকোপ খুব সহসাই শেষ হবে না বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। এর ফলে এসব পণ্যে মূসক ছাড়ে ভোক্তা পর্যায়ে দাম কমবে আশা করা হচ্ছে।
আনন্দবাজার/এফআইবি