ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘নো ল্যান্ডস ম্যান’ এ যুক্ত হলেন এ আর রহমান

মোস্তফা সরয়ার ফারুকীর নতুন চলচ্চিত্র ‘নো ল্যান্ডস ম্যান’ এ যুক্ত হলেন অস্কারজয়ী সুরকার ও শিল্পী এ আর রহমান। চলচ্চিত্রটিতে সহ-প্রযোজক ও সুরকার হিসেবে যুক্ত হয়েছেন বলিউডের বিখ্যাত এই সঙ্গীত পরিচালক। চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন ভ্যারাইটি ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন এ আর রহমান।

এ আর রহমান বলেন, সময় সবর্দাই নতুন পৃথিবীর জন্ম দেয়। নতুন পৃথিবীতে নানা ধরনের চ্যালেঞ্জের সঙ্গে নতুন নতুন গল্পও উঠে আসে। নো ল্যান্ডস ম্যান তেমনই একটি গল্প।

ফারুকী এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়ে লিখেছেন, এ যাত্রায় আপনাকে পাশে পেয়ে সম্মানিত, রহমান ভাই! চলচ্চিত্রটির প্রতি আপনার ভালোবাসা দেখানোর জন্য ধন্যবাদ। আমরা সবাই জানি আপনার জাদু এই ছবিতে সংস্পর্শ পেতে যাচ্ছে! কিন্তু সবকিছুর উপরে, আপনাকে ব্যক্তিগতভাবে জানা, আপনার সাথে ধারণা শেয়ার করা, এবং সেই সব কথোপকথন আমার জন্য উপহার!

ফারুকি আরও লিখেছেন, আমি সারা বিশ্বের সব সুন্দর মানুষদের কথা ভাবি যারা শুরু থেকেই আমাদের এই কাজ সমর্থন করে আসছেন! আমি সবাইকে মেনশন করতে চেয়েছিলাম কিন্তু তালিকা অনেক বড় হবে! চলচ্চিত্রটি দর্শকদের কাছে পৌঁছানো পর্যন্ত আমাদের আপনার ক্রমাগত সমর্থন প্রয়োজন! আপনাদের সবার জন্য ভালোবাসা।

চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন বলিউডের অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী, বাংলাদেশের তাহসান খান, অস্ট্রেলিয়ান অভিনেত্রী মিশেল মেগান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও অস্ট্রেলিয়ার সিডনিতে চলচ্চিত্রের আশিভাগেরও বেশি দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।

নওয়াজউদ্দিন ছাড়াও ছবিটি প্রযোজনায় যুক্ত আছেন বাংলাদেশের স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, আমেরিকান প্রযোজক শ্রীহরি শাথে, নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন