ঢাকা | বুধবার
১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

হিলি স্থলবন্দরে ফের আমদানি-রফতানি শুরু

দিনাজপুরের হিলি স্থলবন্দরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টানা ৯ দিন বন্ধের পর আবারও আমদানি-রফতানির সকল কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (১৮ আগস্ট) সকাল থেকে হিলি পানামা পোর্ট লিংকের সহকারী ব্যবস্থাপক আশিক কুমার সার্নাল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গত (শুক্রবার, ৯ আগস্ট) থেকে নয়দিন বন্দরের সকল প্রকার কার্যক্রম বন্ধ ছিল।

৯ দিন বন্দের পর রবিবার সকাল থেকে স্থলবন্দরে যথারীতি সকল প্রকার আমদানি-রফতানির কার্যক্রম শুরু হয়েছে। বন্দরে ভারতীয় ট্রাক আনলোডসহ দেশি ট্রাকগুলো লোড হয়ে দেশের বিভিন্নস্থানে ছেড়ে যাওয়া শুরু করেছে।

হিলি ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা রফিকুজ্জামান জানিয়েছেন, গত ৯ আগস্ট থেকে টানা নয়দিন বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক ছিল।

সংবাদটি শেয়ার করুন