করোনা ভাইরাসের কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে কৃষিখাত। তাই ২০২০-২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি খাতকে প্রাধান্য দিয়ে ২ হাজার ৯৬০ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে।
দেশের কৃষককে বাঁচিয়ে রাখতে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি খাতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে ২৯ হাজার ৯৮৩ কোটি টাকা, এটি মোট বাজেটের ৩ দশমিক ৬ শতাংশ। চলতি বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ২৭ হাজার ২৩ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার (১১ জুন) ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নতুন বাজেটের আকার হচ্ছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা।
আনন্দবাজার/শহক