নকল বিনিয়োগ দেখিয়ে বাণিজ্যের আড়ালে অর্থপাচার করলেই ৫০ শতাংশ জরিমানা করার প্রস্তাব করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২০-২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী এই প্রস্তাব পেশ করেন।
তিনি বলেন, আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং ও ভুয়া বিনিয়োগ দেখানোর মাধ্যমে দেশের বাইরে টাকা পাচার ও কর ফাঁকির ভিত্তিতে এই প্রস্তাবনা দেওয়া হয়েছে।
প্রস্তাবিত বিধান অনুযায়ী যে পরিমাণ অর্থ আন্ডার ইনভয়েসিং বা ওভার ইনভয়েসিং করে পাচার করা হয়েছে এবং যে পরিমাণ প্রদর্শিত বিনিয়োগ ভুয়া হিসেবে প্রমাণিত হবে তার ওপর ৫০ শতাংশ হারে কর আরোপিত হবে।
আনন্দবাজার/শহক