করোনাজয়ীর প্লাজমা করোনা আক্রান্তদের সংগ্রহের সুযোগ করে দিতে চালু হয়েছে অনলাইন প্লাজমা নেটওয়ার্ক ‘সহযোদ্ধা’ (www.shohojoddha.com)। করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তিদের প্লাজমা সংগ্রহ করে ডিজিটাল প্লাজমা ব্যাংক হিসেবেও একটি ভূমিকা রাখবে অনলাইন এ নেটওয়ার্ক। প্লাজমা দিতে আগ্রহী করোনাজয়ীদের সাথে আক্রান্ত ব্যক্তিদের যোগাযোগের সুযোগ করে দিতে স্বাস্থ্য অধিদপ্তর, এটুআই ইনোভেশন ল্যাব এবং ই-জেনারেশনের সহযোগিতায় প্লাজমা নেটওয়ার্কটি তৈরি করেছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।
গত মঙ্গলবার (৯ জুন) অনলাইনে নেটওয়ার্কটির উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আমিনুল হাসান।
আনন্দবাজার/তা.তা