ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চাকরিহারা মুসলিমদের পাশে দাঁড়ালেন পোপ ফ্রান্সিস

প্রাণঘাতী করোনাভাইরাসে চাকরিহারা, বেকার মুসলিমদের পোপ ফ্রান্সিসের গঠন করা ফান্ড থেকে সহায়তা দেয়া হবে। ইতালির রাজধানী রোমের অসহায় মানুষদের জন্য পোপ ফ্রান্সিস যে ফান্ড গঠন করেছেন। ‘রোমে বসবাস করা অভাবী মুসলমানদের অবশ্যই সে ফান্ডের অন্তর্ভুক্ত করা হবে,’ জানিয়ে পাসকোলে মারানো নামের এক কর্মকর্তা আরব নিউজকে জানান, ‘মহামারি সময়ে অনেক মুসলমান চাকরি হারিয়েছেন। কারণ তারা স্থায়ী চাকরি করতেন না। এইসব মানুষকেও আমরা সাহায্য করবো।’

এদিকে, রোম প্রশাসনের কাছে লেখা চিঠিতে পোপ ফ্রান্সিসও একই কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, কঠিন এই সময়ে যে ধর্মের মানুষই হোক না কেন, সবাইকে আমাদের ফান্ড থেকে সহায়তা করা হবে।

মারানো জানান, ‘চ্যারিটির কোনো ধর্ম বাধকতা নেই। ইতালিজুড়ে পুরো রমজান মাসে মুসলিমদের সাহায্য করা হয়েছে। কখনো জিজ্ঞেস করা হয়নি কার কী ধর্ম।’

উল্লেখ্য, পোপের পক্ষ থেকে পরিচালিত ফ্রি কিচেনে অনেক মানুষ প্রতিদিন খেতে যান। মারানো জানালেন, কয়েক সপ্তাহ ধরে সেখানে আশ্রয়হীন মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আরব নিউজের মাধ্যমে জানা যায়, অসহায় মানুষদের সাহায্য করতে পোপ ১.১৩ মিলিয়ন ডলারের তহবিল গঠনের উদ্যোগ নিয়েছেন।

আনন্দবাজা/শাহী

সংবাদটি শেয়ার করুন