ঢাকা | শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

এক লক্ষ টাকা পর্যন্ত ঋণে ২ মাসের সুদ মওকুফ

বিদেশি ঋণ এবং ক্রেডিট কার্ড ব্যাতীত অন্যক্ষেত্রে এপ্রিল ও মে মাসে জন্য এক লাখ টাকা পর্যন্ত ঋণের বিপরীতে সম্পূর্ণ সুদ মওকুফ সুবিধা পাবেন গ্রাহক। এছাড়াও এক লাখ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণের বিপরীতে বার্ষিক ২ শতাংশ হারে ও ১০ লাখ টাকার বেশি ঋণে এক শতাংশ হারে সুদ মওকুফ সবিধা পাওয়া যাবে।

কিন্তু একজন গ্রাহককে দুই মাসে সর্বোচ্চ ১২ লাখ টাকা পর্যন্ত সুদ মওকুফ দেওয়া হবে। সুদ মওকুফের টাকা সরকারের দেওয়া ২ হাজার কোটি টাকা থেকে ব্যাংকগুলোকে পরিশোধ করবে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন