ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তাইওয়ানের আকাশসীমায় চীনা যুদ্ধবিমান

চীনের কয়েকটি যুদ্ধবিমান দেখা গেছে তাইওয়ানের আকাশে এমনটাই দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সুখোই-৩০ মডেলের এসব যুদ্ধবিমানের উপস্থিতি টের পেয়ে তাইওয়ানও যুদ্ধবিমান উড়িয়েছে। খবরটি প্রকাশ করেছে সংবাদমাধ্যম রয়টার্স।

তাইওয়ানের যুদ্ধ বিমান উড়ানোর পর চীনা বিমানগুলো সরে যেতে বাধ্য হয় বলে দাবি করা হয়েছে দেশটির পক্ষ থেকে। এর ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দেশটিতে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, উত্তেজনার মধ্যে ওই অঞ্চলে একটি মার্কিন বিমানের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য ভূখণ্ড বলে মনে করে চীন। এ কারণে তাইওয়ানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতাকে হুমকি হিসেবে দেখছে বেইজিং। চীন জানিয়েছে, তারা কোনোভাবেই তাইওয়ানের স্বাধীনতা মেনে নেবে না।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন