বিশ্বব্যাপী চলমান করোনা পরিস্থিতির মধ্যেই ফাইভ জি চালুর করবে চীন। চলতি বছরই ফাইভ জি স্টেশন চালুর পরিকল্পনা করছে চীন। চীনের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, ২০২০ সালের শেষদিকেই ফাইভ জি’র অন্তত ৬ লাখ বেস স্টেশন স্থাপন করবে চীন। যেখান থেকে সেবা পাবে চীনের প্রায় সব গুরুত্বপূর্ণ শহর। বর্তমানে দেশটিতে আড়াই লাখ ইউনিট কাজ করছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, এপ্রিলে চীনে ৭০ লাখ বেড়েছে ফাইভ জি প্রযুক্তি ব্যবহারকারীর সংখ্যা। বর্তমানে ফাইভ জি প্রযুক্তির বিশ্বনেতা কাজ করছে টেলিকম কোম্পানি হুয়াউয়ে।
আনন্দবাজার/টি এস পি