ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে আলিবাবা

বাংলাদেশে ৫শ’ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা। এই লক্ষ্যে বাংলাদেশে লজিস্টিক অবকাঠামো উন্নয়ন ও ৬৪ জেলায় ১৫০টিরও বেশি হাব স্থাপন করবে আলিবাবার সহযোগী প্রতিষ্ঠান দারাজ।

দারাজ জানায়, ২০২১ সালের মধ্যে সমস্ত কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিশ্বের অনান্য দেশের মতো বাংলাদেশেও প্রসারিত হচ্ছে অনলাইনে কেনাকাটা। এরই প্রেক্ষাপটে বাজার ধরতে এবার বাংলাদেশে ব্যাপক পরিসরে আসছে আন্তর্জাতিক ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা। ইতোমধ্যে নিজেদের ব্যবসায়ীক অংশীদার দারাজের মাধ্যমে বাংলাদেশে ৫শ’ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছে তারা।

দারাজ জানায়, দেশের ৬৪ জেলায় নির্মাণ করা হবে ১৫০টিরও বেশি হাব। কার্যক্রম গতিশীল করতে নির্মাণ করা হবে ২ লাখ বর্গফুটের নিজস্ব ওয়্যারহাউজ ও দেড় লাখ বর্গ ফুটের স্বয়ংক্রিয় সর্টিং সেন্টার।

দারাজ বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক জানান, আমরা ২০২১ সালের মধ্যে দেশে ৫০০ কোটি টাকা বিনিয়োগ করব। সারাদেশে ৬৪ জেলায় হাপ করা হবে। দুই বছরের মধ্যে ১৮ থেকে ২০ হাজার উদ্যোক্তা তৈরি করবে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন