করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর আজ প্রথম দিনে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ৪০ ট্রাকে নানা প্রকার পন্য আমদানি হয়েছে। আর বন্দরে ফিরে এসেছে কর্ম চাঞ্চল্য। স্বস্তি ফিরেছে বন্দরের শ্রমিক, সিএন্ডএফ এজেন্টস ও আমদানিকারক ব্যবসায়ীদের মাঝে। এদিকে স্বাস্থ্যবিধি মেনে পানামা পোর্টে লোড-আনলোডের কাজ শুরু হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভারত থেকে পণ্য আমদানি শুরু হয়। বন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাপ জানান, বাংলাদেশ ও ভারতের আমদানি-রপ্তানিকারকদের মধ্যে কয়েক দফা বৈঠক ও চিঠি আদান-প্রদানের পর সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে দুই দেশের মাঝে এই বন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে ৪০ টি ট্রাকের মধ্যে ১৫ ট্রাকে পেঁয়াজ, ১৫ ট্রাক জিরা, ৪ ট্রাক বাদাম, ২ ট্রাকে ধানের বীজ, ইসুবগুলের ভুষি ১ ট্রাক আমদানি হয়েছে। এছাড়াও ৬ ট্রাকে রাইচব্রান্ড ওয়েল রফতানি হয়েছে।
এদিকে দীর্ঘ দিন করোনার ভাইরাসের কারনে লকডাউন থাকায় আমদানি-রপ্তানি বন্ধ ছিলো। যে কারণে বন্দরের শ্রমিকরা বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছিল। এখন বন্দর সংশ্লিষ্ট সকলের মাঝে সস্থির নেমেছে। গত ২৫ মার্চ থেকে হিলি বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।
আনন্দবাজার/শাহী