ব্রিটেনের ব্রিস্টল নগরীতে স্থাপিত দাস ব্যবসায়ী অ্যাডওয়ার্ড কোলস্টোনের মূর্তি ভেঙে সাগরের পানিতে ফেলে দেওয়া হয়েছে। গতকাল রোববার রাতে দেশটির বর্ণবৈষম্য ও কৃষ্ণাঙ্গ নির্যাতনবিরোধী আন্দোলনকারীরা মূর্তি ভেঙে পানিতে ফেলে দেয়।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
জানা যায়, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে নারী ও শিশুসহ ৮০ হাজার মানুষকে ব্রিটেনে এনে কৃতদাস হিসাবে বিক্রি করার অভিযোগ আছে অ্যাডওয়ার্ড কোলস্টোনের বিরুদ্ধে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় বর্ণবাদবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্যের লন্ডন, ব্রিস্টল, গ্লাসগো, এডিনবার্গ, নটিংহ্যাম ও ম্যানচেস্টারসহ বড় বড় শহরগুলোতে বিক্ষোভ চলছে।
আনন্দবাজার/টি এস পি