ঢাকা | সোমবার
১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন মুসলিম কংগ্রেস সদস্য রশিদার ইসরায়েলে প্রবেশে মানা

মার্কিন মুসলিম নারী কংগ্রেস সদস্য রশিদা তালিবকে ইসরায়েলে প্রবেশ করতে অনুমতি দেয়নি দেশটি। তবে পশ্চিমতীরে নিজ পরিবারের সাথে সাক্ষাতের অনুমতি দিয়েছে ইসরায়েল।

যদিও, এমন ভ্রমন প্রস্তাব নাকচ করে দিয়েছেন রশিদা তালিব। ইসরায়েলের কট্টর সমালোচক হিসেবে পরিচিত তালিব পূর্ব জেরুজালেমে অফিসিয়াল সফর করতে চেয়েছিলেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে অনুমতি দেয়নি ইসরায়েল।

এমন সিদ্ধান্তে ক্ষোভ জানায়, ডেমোক্রেট দলের সদস্যরা।

এদিকে ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইসরায়েলকে বয়কট করার আন্দোলন করেন রশিদা তালিব। তাই তাকে ইসরায়েলে প্রবেশ করতে দেয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন