ঢাকা | শনিবার
১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঘণ্টায় আয় ৪০ লাখ ডলার!

প্রতি মিনিটে ৭০ হাজার ডলার, ঘণ্টায় ৪০ লাখ আর দিনে ১০ কোটি ডলার। আয়ের খতিয়ানটা যুক্তরাষ্ট্রের ওয়ালটন পরিবারের। যুক্তরাষ্ট্রের বহুজাতিক রিটেইলার ওয়ালমার্ট ইনকরপোরেশনের নেপথ্যে থাকা ওয়ালটন পরিবারের আয় এভাবেই বেড়ে চলেছে।

২০১৮ সালে ব্লুমবার্গের শীর্ষ ধনী পরিবারের তালিকায় শীর্ষে ছিল। এরপর চলতি মাসের এ পর্যন্ত সময়ে পরিবারটির আয় ৩ হাজার ৯০০ কোটি ডলার বেড়ে পৌঁছেছে ১৯ হাজার ১০০ কোটি ডলারে। শুধু ওয়ালটন নয়, আয় বেড়েছে আমেরিকার অন্য ধনী পরিবারগুলোরও। মার্স পরিবারের আয়ে এ সময় ৩ হাজার ৭০০ কোটি ডলার যোগ হয়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৭০০ কোটি ডলারে।

শিল্পপতি ও রাজনৈতিকভাবে শক্তিধর কিছু পরিবারের আয়ও ২ হাজার ৬০০ কোটি ডলার বেড়ে ঠেকেছে সাড়ে ১২ হাজার কোটি ডলারে। তাদের আয়ের ব্যাপ্তি ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি সম্পদ রয়েছে দশমিক ১ শতাংশ আমেরিকানের নিয়ন্ত্রণে, যা ১৯২৯ সালের পর সর্বোচ্চ।

এখন আমেরিকানদের পাশাপাশি সম্পদ নিয়ন্ত্রণে পিছিয়ে নেই এশিয়া, ইউরোপের ধনকুবেররা। এখন ২৫ ধনী পরিবারের নিয়ন্ত্রণে রয়েছে বিশ্বের প্রায় ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের সম্পদ, যা গত বছরের চেয়ে ২৪ শতাংশ বেশি।

সংবাদটি শেয়ার করুন