ঢাকা | মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে কৃষক বাছাই এর লটারি অনুষ্ঠিত

পঞ্চগড়ে চলতি মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান ক্রয়ের জন্য লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। বুধবার দুপুরে পঞ্চগড় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠিত হয়।

এ সময় পঞ্চগড় সদর উপজেলায় মোট ৫ হাজার ৮৪৭ কৃষকের নামের তালিকা থেকে লটারির মাধ্যমে ধান ক্রয়ের জন্য ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার উৎপাদন হারের উপর ভিত্তি করে ৩০৮ জন কৃষককে নির্বাচন করা হয়। ২৬ টাকা কেজি দরে প্রতি কৃষকের কাছ থেকে ১ মেট্রিক টন করে মোট ৩০৮ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।

পঞ্চগড় সদর ইউনিয়ন ১৫১ জন চাষির মধ্য থেকে ৮ জন, হাফিজাবাদ ইউনিয়নের ৫৯ জন চাষির মধ্যে ৫ জন, ধাক্কামারা ইউনিয়নের ৪২৩ জন চাষির মধ্যে ১৬ জন, হাড়িভাসা ইউনিয়নে ৪৯২ জন চাষির মধ্যে ৭৯ জন, অমরখানা ইউনিয়নের ৪৮৮ জন চাষির মধ্যে ১৮ জন, গড়িনাবাড়ি ইউনিয়নের ২৪৫ জন চাষির মধ্যে ৮ জন, কামাতকালজদিঘি ইউনিয়নের ৪২৫ জন চাষির মধ্যে ১৬ জন, মাগুরা ইউনিয়নের ৭৭৯ জন চাষির মধ্যে ২৪ জন, চাকলাহাট ইউনিয়নের ২৫৪০ জন চাষির মধ্যে ১২০ জন, সাতমেরা ইউনিয়নের ৭০ জন চাষির মধ্যে ১০ জন ও পঞ্চগড় পৌরসভায় ১৭৫ জন চাষির মধ্যে ৪ জনকে উন্মুক্ত লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়।

লটারি করার সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্বাস আলী, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, পঞ্চগড় সদর উপজেলা খাদ্য কর্মকর্তা জহুরুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা শাহ আলম মিয়া, পঞ্চগড় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত খলিলুর রহমানসহ উপজেলা ধান ও গম সংগ্রহ ও মনিটরিং কমিটির সদস্যরা উপস্থিতি ছিলেন।

এবার পঞ্চগড় সদর উপজেলায় ১ হাজার ৭৫০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। উপজেলায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ হাজার ৭৮৯ মেট্রিক টন।

আনন্দবাজার/ডব্লিউ এস/এ এস

সংবাদটি শেয়ার করুন