ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিক্ষোভের মাঝে নিউইয়র্কে চলছে লুটপাট

পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামের ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে পুরো নিউইয়র্ক। বিক্ষোভ চলছে শহরের বিভিন্ন জায়গাতেই। তবে বিক্ষোভের মাঝে শহরের বিভিন্ন স্টোরে লুটপাট চালাচ্ছে দুর্বৃত্তরা।

সোমবার নিউইয়র্ক পুলিশের কমিশনার ডার্মোট শেহা বলেন, দিনে শান্তিপূর্ণ অবস্থা থাকলেও রাতে বিশৃঙ্খলা দেখা দেয়। লুটকারীরা সোহোর বিভিন্ন স্টোর হামলা চালিয়ে লুটপাট করেছে। এসব ঘটনায় রাতে অন্তত ২৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।

নিউইয়ররকের পুলিশ প্রধান বলেন, যখন অন্ধকার হয়ে গেল, তখন এটি কুশ্রী হয়ে উঠল এবং কুরুচিপূর্ণ হয়ে উঠল।

জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদের ষষ্ঠ দিন রাতে ব্রুকলিন ও ম্যানহাটনে বিক্ষোভ চলছিল। এরই ফাঁকে অপরাধী দল সোহো এলকার বিভিন্ন স্টোরে লুটপাট চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা গেছে গুচি, চ্যানেল ও ব্লুমিংডেলসকে টার্গেট করা হচ্ছে। হামলাকারীরা এসব স্টোরের গ্লাস ভেঙ্গে সব মামলাল লুট করছে।

নিউইয়র্ক পুলিশের ডেপুটি কমিশনার জনমিলার জানিয়েছেন, বিক্ষোভ শান্তিপূর্ণভাবেই চলছিল। কিছু লোক বিক্ষোভ থেকে জোটবদ্ধ হয়ে সেখানে চলে আসে। তারা পরিকল্পনা করেই লুটপাটের ঘটনা ঘটায়।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন