ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা: ১ মাস কোমায় থেকে বেঁচে ফিরল ৫ মাস বয়সী শিশু!

যুদ্ধ মনে হয় একেই বলে। করোনাভাইরাসের সাথে যুদ্ধ করতে নেমেছিল। বয়স মাত্র পাঁচ মাস। ভাইরাসের দাপটে কোমায় চলে গিয়েছিল। ছিল ৩২ দিন। এরপরই মিরাকল। ১ মাস পর ফিরল জ্ঞান। হাসতে হাসতে বাবা-মায়ের সাথে বাড়ি ফিরল সে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ব্রাজিলের রিও ডি জেনিরোতে।

ছোট্ট ছেলেটির নাম দোম। দোমের দম নিয়েই এখন বিশ্বজুড়ে চর্চা। বাড়ি ফিরে এবার দোম প্রস্তুত হচ্ছে ৬ মাসের জন্মদিন পালনের। দোমের বাড়িতে বইছে এখন উৎসবের আমেজ।

এদিকে, দোমের বাবা আন্দ্রাদে জানিয়েছেন, জন্মের কয়েক মাসের মধ্যেই করোনা ধরা পড়ে তার ছেলের। রিওর প্রো কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। দিতে হয় ভেন্টিলেটর। কিন্তু সাড়া দেওয়ার বদলে কোমায় চলে যায় দোম। হাল ছাড়েননি চিকিৎসক ও তার বাবা-মা। আশা ছিল, ছেলে ফিরে আসবেই।

অবশেষে ৩২ দিন পর মিলল সাড়া। ঘটল মিরাকল। টানা ৫৪ দিন হাসপাতালে কেটেছে দোমের। এখন বাড়িতে। সুস্থ হয়ে দিব্যি খেলায় মেতেছে সে। ব্রাজিলে অবশ্য করোনা পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিচ্ছে। ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ লক্ষ। মৃতের সংখ্যাও প্রায় ত্রিশ হাজারের দোরগোড়ায়। এরকম পরিস্থিতিতে হয়ত দোমের খবরটা ব্রাজিলবাসীকে একটু হলেও অক্সিজেন জোগাচ্ছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন