নিজ কার্যক্রম পরিচালনা করতে বিশ্বের বিভিন্ন ধনী রাষ্ট্রের বন্ধুদের সাথে যোগাযোগ করে তহবিল সংগ্রহের কাজ করছেন বলে অভিযোগ উঠেছে ভারতীয় বংশোদ্ভূত ইসলাম প্রচারক জাকির নায়েকের বিরুদ্ধে। বেআইনি কার্যকলাপের অভিযোগে অভিযুক্ত হওয়ার পর ২০১৬ থেকেই তিনি মালয়েশিয়ায় বসবাস করছেন। সম্প্রতি তার বিরুদ্ধে আবারো পারস্য উপসাগরীয় অঞ্চলের বন্ধুদের সাথে যোগাযোগ করে তহবিল গঠনের অভিযোগ উঠেছে।
জাকির নায়েকের সাম্প্রতিক কর্মকাণ্ডের উপর ভিত্তি করে বিশ্লেষকরা জানান, সম্প্রতি পূর্ব-পরিচিত এক কাতারের নাগরিকের সাথে যোগাযোগ করেছেন জাকির নায়েক। আবদুল্লাহ আলি আল ইমাদি নামে ওই ব্যক্তির কাছে থেকে তিনি পাঁচ লাখ মার্কিন ডলার অনুদান চেয়েছেন। একইসাথে জাকির নায়েকের আরেক ঘনিষ্ঠ কাতারের নাগরিক মুহাম্মদ সিদ্দিক আল ইমাদি তারই জন্য সেখানকার ধনী ব্যবসায়ীদের কাছ থেকে অনুদান সংগ্রহ করছেন।
শুধু ব্যক্তিগতভাবে অনুদান চাওয়াই নয়, জানা গেছে তুরস্ক এবং কাতারের সাথে যোগাযোগ করে জাকির নায়েকের জন্য তহবিল সংগ্রহে কাজ করছেন তিনি।
আনন্দবাজার/এফআইবি