বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করায় যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈশ্বিক এই সংকটময় পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আরও সহায়তা বাড়ানোর জন্য অন্যান্য দেশের প্রতি আহ্বানও জানিয়েছে চীন।
সোমবার (১ জুন) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রের ক্ষমতার রাজনীতি এবং একতরফাবাদের প্রভাব প্রকাশ পেয়েছে। তারা অভ্যাসগতভাবে নিষ্কর্মা।
এর আগে শুক্রবার (২৯ মে) বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা মহামারি ইস্যুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যক্রম চীন নিয়ন্ত্রণ করছে বলে শুরু থেকেই দাবি করে আসছিল যুক্তরাষ্ট্র।
যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, মহামারি নিয়ে সংস্থাটির সকল প্রতিক্রিয়া পুনর্বিবেচনা করা হবে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিয়ে মার্কিন সরকারের সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও।
আনন্দবাজার/ডব্লিউ এস