সারা বিশ্ব যখন করোনায় অর্থনৈতিক অবস্থা অনেক খারপ, ঠিক তখনই অর্থনীতির পূর্ণ গতিতে ফিরে আসছে চীন। গেল দুই মাসের চিত্র অন্তত সেটাই ইঙ্গিত করছে।
জানা গেছে, চীনের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম নেটওয়ার্ক কাইশিনের সাথে এক পিএমআই বা পারচেজিং ম্যানেজার ইনডেক্স জরিপ পরিচালনা করেছে বিশ্বখ্যাত বাণিজ্যিক তথ্য বিশ্লেষক আইএইচএস মার্কিট।
ওই জরিপের ফলাফলে দেখা গেছে, গেল মে’তে চীনের উৎপাদন কার্যক্রম হার অনেক বেড়েছে। পিএমআই সূচকের আকার ৫০ দশমিক ৭। পিএমআইতে ৫০ এর নিচে থাকলেই তা সংকোচন,অপরদিকে এর বেশি থাকলে তা উৎপাদন কাজের বৃদ্ধি নির্দেশ করে।
তবে এত দ্রুত ইতিবাচক হারে ফেরাটা চীনের জন্য অনেকটাই সহজ হবে না বলেই ধারণা করেছিলেন চীনা অর্থনীতির অনেক আন্তর্জাতিক পর্যবেক্ষক। কিন্তু তাদের সেই ধারণাকে ভুল প্রমাণিত করেই বেড়েছে চীনের কারখানা পর্যায়ের উৎপাদন।
গত রবিবার চীন সরকারও আনুষ্ঠানিকভাবে গেল মে মাসের পিএমআই সূচক প্রকাশ করে। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর ধারনায় মে’তে পিএমআই ছিল ৫০ দশমিক ৬ পয়েন্ট। তবে এপ্রিলের তুলনায় এটা অনেকটা কম। এপ্রিলের শেষ পর্যন্ত ৫০ দশমিক ৮ শতাংশ পিএমআই ছিল বলেই দাবি সরকারি সূত্রের।
আনন্দবাজার/এইচ এস কে