পার্বত্য জেলা রাঙামাটিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি)তে অংশনেয়া ৭৮টি প্রতিষ্ঠান থেকে শতভাগ পাশ করেছে তিন শিক্ষা প্রতিষ্ঠান। অপরদিকে শতকরা ৫০ভাগের এর নিচে পাশ করেছে পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান। জেলায় ৮,২৭৭জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬৩৬৩জন। সর্বমোট পাশের হার ৭৬.৮৭%, জিপিএ-৫ পেঁয়েছে ১৬৪শিক্ষার্থী।
শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান গুলো হচ্ছে জেলা সদরের লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ ও বাঘাইছড়ি উপজেলার রুপলী উচ্চ বিদ্যালয় এবং আমতলী উচ্চ বিদ্যালয়।
সদর উপজেলার লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে পরীক্ষা দিয়েছিল ৮৮জন তারা শতভাগ পাশ করেছে এবং তাদের মধ্যে ২০জন জিপিএ-৫ পেয়েছে।
অপরদিকে বাঘাইছড়ি উপজেলার রুপালী উচ্চ বিদ্যালয়ে থেকে পরীক্ষা দিয়েছিল ৬৯জন ও আমতলী উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছিল ৩৯জন শিক্ষার্থী তারাও শতভাগ পাশ করেছে।
জেলার সবচেয়ে কম পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান হলো রাজস্থলী উপজেলার গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেই ১১০জন শিক্ষার্থী পাশ করে ৩৮জন শিক্ষার্থী, পাশের হার ৩৫%।
আনন্দবাজার/শাহী