সম্প্রতি সরকার নির্মল এবং দূষণমুক্ত বাংলাদেশ গড়তে বহুমুখী পাট ও পাটজাত পণ্যের উৎপাদন বাড়াতে সবধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন বস্ত্র এবং পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
তিনি জানান, দেশীয় এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা বিবেচনায় পাট কৃষকদের উদ্বুদ্ধকরণ ও পাট শিল্পের সম্প্রসারণে সরকার ঘোষিত প্রণোদনা কৃষকদেরসঠিক এবং সুষ্ঠুভাবে ব্যবহারে তৎপর থাকবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
আজ রবিবার (৩১ মে) সচিবালয়ে বস্ত্র এবং পাট মন্ত্রণালয়ের মন্ত্রীর নিজ দপ্তরে করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধকল্পে সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর/সংস্থাসমূহের কার্যক্রম পর্যালোচনা সভায় তিনি এ কথা জানিয়েছেন।
মন্ত্রী জানান, সরকার মানসম্মত পাটের এবং পাট বীজের উৎপাদনে বাড়াতে স্বয়ম্ভরতা অর্জনের লক্ষ্যে পাট অধিদপ্তরের আওতায় ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পটি ২০১৮ সালের জুলাই থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত মেয়াদে বাস্তবায়ন করতে কাজ করছে।
প্রকল্পটি দেশের ৪৬টি জেলার ২৩০টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে পাট চাষের উন্নত কলাকৌশল সম্পর্কে কৃষকদের প্রশিক্ষিত করা এবং সার্বিকভাবে গুণগত মানসম্মত পাট ও পাট বীজ উৎপাদন বাড়াতে কৃষকদের ৩৯০ মেট্রিক টন পাট বীজ বিনামূল্যে বিতরণসহ সবধরনের সহযোগিতা করা হচ্ছে।
আনন্দবাজার/এইচ এস কে